এসএসসি নিয়োগ দুর্নীতিতে মঙ্গলবার গ্রেফতার হন মানিক ভট্টাচার্য। সোমবার রাতভর টানা জেরার পর গ্রেফতার করা হয় নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ককে। আদালতের নির্দেশে তাঁকে ১৪ দিনের হেফাজতে নিয়েছে ইডি।
জানা গিয়েছে, মঙ্গলবার মেডিকেল চেক আপ, আদালতে হাজিরা পর থেকে শারীরিক-মানসিক চাপে বিপর্যস্ত মানিক। রাতে স্বাভাবিক খাওয়া-দাওয়া করলেও ভাল ঘুম হয়নি তাঁর। তদন্তকারীদের দাবি, জেরার আতঙ্কেই হয়তো ঘুম উড়েছে প্রাক্তন পর্ষদ সভাপতির।
আরও পড়ুন- Manik Bhattacharya Update: মানিক ভট্টাচার্যের ছেলের অ্যাকাউন্টের ২ কোটির বেশি হদিশ, আদালতে দাবি ইডির
রাত প্রায় দশটা নাগাদ ইডি দফতরে আসেন মানিকের পুত্রবধূ। হাতে একটি ব্যাগ নিয়ে সিজিও কমপ্লেক্সে ঢুকতে দেখা যায় তাঁকে। মাঝে মিনিট পনেরোর জন্য বাইরে এলেও ফের ভেতরে যান তিনি। এরপর রাত সাড়ে দশটা নাগাদ তিনি বেড়িয়ে যান বলেই খবর।