বালিগঞ্জের পর এবার গড়িয়াহাট (Gariahat) । ফের শহরে বিপুল নগদ টাকা (Money Recovered) উদ্ধার । বৃহস্পতিবার সন্ধেবেলা গড়িয়াহাট মোড়ে একটি গাড়ি থেকে প্রায় এক কোটি টাকা উদ্ধার করেছে লালবাজারের (Laalbazar) গুন্ডা দমন শাখা ও এসটিএফের গোয়েন্দারা । ঘটনায় দুলাল রায় ও মুকেশ সারস্বত নামে দু'জনকে গ্রেফতার করা হয়েছে ।
কলকাতা পুলিশ সূত্রে খবর, গাড়ি করে নগদ টাকা নিয়ে যাওয়ার খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় যৌথ অভিযান চালায় স্পেশাল টাস্ক ফোর্স ও লালবাজারের গুন্ডাদমন শাখা । অভিযান চালিয়ে গড়িয়াহাট থেকে গাড়িটিকে প্রথম আটক করা হয়, তারপর সেখান থেকে কোটি টাকার বান্ডিল উদ্ধার হয় ।
উল্লেখ্য, বুধবারই বালিগঞ্জের এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ED) আধিকারিকরা উদ্ধার করেন ১ কোটি ৪০ লক্ষ টাকা । এই কাণ্ডে ইডির হাতে এসেছে এক ব্যক্তির নাম। ইডির দাবি এই ব্যক্তির মাধ্যমেই কয়লা পাচারের টাকা নয় ছয় করতেন কোনও এক প্রভাবশালী রাজনীতিক। আরও এক ব্যবসায়ী মনজিত্ সিং জিত্তার খোঁজ চালাচ্ছে ইডি।
তদন্তকারীদের দাবি, গজরাজ গ্রুপের মোট ৩০টি কোম্পানি রয়েছে। ইডির দাবি, এই কোম্পানিগুলিতে কয়লাপাচারের টাকা ঘুরপথে এসেছে। ইডি সূত্রে খবর, একটি গেস্ট হাউস ৯ কোটি টাকা দিয়ে কেনাবেচা চলছিল বালিগঞ্জে গজরাজ গোষ্ঠীর দফতরে। যদিও ওই সম্পত্তির আসল দাম ১২ কোটি টাকা। ৩ কোটি টাকা দেখানো হয় চুক্তি পত্রে। ইডির দাবি এভাবেই কালো টাকা সাদা হচ্ছিল।