ছ' মাস আগে স্ত্রী সেই যে বাপের বাড়ি এসেছে, আর ফেরেননি। শেষমেশ পোস্টার হাতে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসলেন পশ্চিম মেদিনীপুরের পিংলার যুবক (Pingla Dharna)। প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘‘আমি আমার বৌকে ফেরত চাই।’’এমন অভিনব ঘটনা দেখতে আশপাশ থেকে ভিড় করেছিলেন স্থানীয় মানুষ।
বছর দেড়েক আগে পিংলার জামনার এক তরুণীর সঙ্গে বিয়ে হয় মেদিনীপুর জেলার কেশপুর থানার আনন্দপুরের এক যুবকের। যুবকের দাবি, মাস ছয়েক আগে তাঁর স্ত্রী এসেছিলেন বাপেরবাড়িতে। তাঁর বক্তব্য, এক নিকট আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে বাপের বাড়িতে যান তাঁর স্ত্রী। বরের অনেক অনুনয় বিনয়ের পরেও এর পর থেকে তিনি আর শ্বশুরবাড়িতে ফিরছেন না বলে অভিযোগ । স্ত্রী রাজি হননি। শেষ পর্যন্ত স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে রবিবার শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসেন যুবক।
Prabhas-Kriti Sanon: 'আদি পুরুষ'কেই মন দিয়েছেন কৃতি স্যানন, ফাঁস করলেন বরুণ ধাওয়ান
কিন্তু তাতেও ফল হয়নি। ঘণ্টা দুয়েক ধর্নার পরেও স্ত্রী জানিয়ে দেন, তিনি আর ফিরবেন না। অগত্যা ধর্না তুলতে বাধ্য হন বর।