আবহাওয়া দফতরের পূর্বাভাস আগেই ছিল। রবিবার রাত সাড়ে দশটা থেকে স্থলভাগে ল্যান্ডফলের প্রস্তুতি শুরু করেছিল ঘূর্ণিঝড় রেমাল। সোমবার উত্তর পূর্বের দিকে এগিয়ে গিয়েছে ঘূর্ণিঝড়। তবুও কলকাতা ও দক্ষিণ গাঙ্গেয়বঙ্গে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, "সোমবারও রাজ্যের সব জেলায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সকাল সাড়ে পাঁচটা থেকে রেমাল ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সকাল সাড়ে ১১টার সময় এর অবস্থান ছিল মংলার দিকে। সোমবার বিকেলের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা।"
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার এর জেরে দুই ২৪ পরগনা, হাওড়া, হুলগি, কলকাতা, নদিয়ী, মুর্শিদাবাদ, দুই দিনাজপুর, মালদা, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলিতে এর প্রভাবে বৃষ্টি হবে। মঙ্গলবারের মধ্যে রেমালের প্রভাব কাটতে শুরু করবে।