মাত্র কয়েক দিনের ব্যবধানে মুর্শিদাবাদের পতাকা বিড়ির দফতরে ফের আয়কর হানা। এই ঘটনায় সকাল থেকে কারখানার বাইরে বিড়ি শ্রমিকরা। তাদের দাবি, কারখানার মধ্যে প্রায় ২ কোটি টাকার কাঁচামাল মজুত আছে। আয়কর কর্তারা তাঁদের অনুমতি না দিলে, তাঁরাও ভিতরে যেতে পারছেন না। আশঙ্কা, আর কয়েক ঘণ্টার মধ্যে নষ্ঠ হয়ে যেতে পারে এই কাঁচামাল। বুধবার মুর্শিদাবাদে এই বিড়ি কারখানায় হানা দেন আয়কর কর্তারা। নিরাপত্তার জন্য নিয়ে যাওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি লাল সুটকেশ নিয়ে কারখানায় ঢুকেছেন আয়কর কর্তারা।