বুধবার সকালে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে আয়কর হানার পর কেটে গিয়েছে দু'দিনেরও বেশি সময়। তারপরও স্বরূপ বিশ্বাসের সাহাপুর কলোনির ফ্ল্যাট ছাড়েননি আয়কর দফতরের আধিকারিকরা। বুধবার সকাল থেকেই শহরের নানা জায়গায় আয়কর হানা শুরু হয়েছে। যার মধ্যে রয়েছে স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাসের তৃণমূল কার্যালয়ও। আয়কর ফাঁকি এবং আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগেই এই তল্লাশি অভিযান বলে জানানো হয় আয়কর দফতরের তরফে।
উল্লেখ্য, বুধবার সকাল ৭টা নাগাদ স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে হানা দিয়েছিলেন আয়কর দফতরের আধিকারিকরা। বুধবারই ৮১ নম্বর ওয়ার্ডের তৃণমূল অফিসেও চলেছিল আয়কর অভিযান। আয়কর দফতর সূত্রে দাবি, ২টি রিয়েল এস্টেট কোম্পানি সংক্রান্ত কিছু অনিয়মের তথ্য তাদের হাতে আসে। সেই তদন্ত করতে গিয়ে স্বরূপ বিশ্বাসের নাম আসে। আয়কর দফতর সূত্রে দাবি, সেই সূত্রেই এখনও চলছে তল্লাশি।