প্রায় ৬ ঘন্টা সময়ের জন্য বন্ধ থাকবে অনলাইন টিকিট বুকিং (Online Ticket Booking)। পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানানো হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭ জানুয়ারি (7th January) অর্থাৎ শনিবার রাত ১১.৪৫ মিনিট থেকে ৮ জানুয়ারি (8th January) রবিবার ভোর ৫.৩০ মিনিট পর্যন্ত অনলাইনে কাটা যাবে না রিজার্ভেশন টিকিট।
এই দীর্ঘ সময় ধরে কলকাতার 'প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম' (পিআরএস)-এর তথ্য কেন্দ্রে কাজ চলবে। যে কারণে ওই নির্দিষ্ট সময়ে রেলের বিভিন্ন জোন অর্থাৎ পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব-মধ্য রেল, পূর্ব উপকূল রেল, উত্তর-পূর্ব সীমান্ত রেল এবং পূর্ব-মধ্য রেলের অনলাইন রিজার্ভেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন- মালদায় পাথর হামলার জের, তড়িঘড়ি বাড়ানো হল 'বন্দে ভারত' এক্সপ্রেসের নিরাপত্তা
বন্ধ রাখা হবে কারেন্ট বুকিং এবং অনুসন্ধান কেন্দ্র। অর্থাৎ করা যাবে না ইনক্যুয়ারি। তবে, যাত্রীদের যাতে কোনও রকম অসুবিধা না হয়, সেই কথা ভেবে এই ডেটা রক্ষণাবেক্ষণের কাজ মধ্য রাতে করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।