নারদ মামলা(Narada Case) থেকে আপাতত রেহাই পেলেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim), কামারহাটির তৃণমূল(TMC) বিধায়ক মদন মিত্র(MLA Madan Mitra), প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়(Sovan Chatterjee), সাসপেন্ডেড আইপিএস(IPS) অফিসার এসএমএইচ মির্জা(SMH Mirza)। নারদ মামলায়(Narada Case) প্রত্যেকের অন্তর্বর্তী জামিন সুনিশ্চিত হয়েছে শুক্রবার। যদিও তৃণমূল(TMC) নেতাদের দাবি, তাঁরা আদালতের নির্দেশ মেনেই চলছেন।
নারদ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED) যে চার্জশিট পেশ করে, তাতে এই চারজন ছাড়াও নাম ছিল সদ্যপ্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের(Subrata Mukherjee)। আদালতের নির্দেশ মেনে শুক্রবার ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় এসএমএইচ মির্জা হাজিরা দেন ব্যাঙ্কশাল কোর্টে(Banksal Court)। তৃণমূল(TMC) নেতাদের আইনজীবী অনিন্দ্যকিশোর রাউত তাঁর মক্কেলদের জামিনের আবেদন জানান আদালতে। ইডির(ED) আইনজীবীর আপত্তি সত্ত্বেও আদালত মামলায় চারজনের অন্তর্বর্তী জামিন সুনিশ্চিত করে।
আরও পড়ুন- Babul-Dilip: দিলীপ ঘোষকে 'মজাদার জোকার' বলে আক্রমণ বাবুলের, টেনে আনলেন ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রসঙ্গও
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালের বিধানসভা ভোটের আগে নারদ স্টিং ফুটেজ(Narada Sting Footage) প্রকাশ্যে আসে। সেখানেই ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, এসএমএইচ মির্জাকে ঘুষ নিতে দেখা গিয়েছিল বলে অভিযোগ। এরপর ২০২১ সালের ১৭ মে চার নেতা-মন্ত্রীকে গ্রেফতার করে সিবিআই(CBI)।