লোকসভা নির্বাচনের আগে ইস্তফা দিলেন IPS দেবাশিস ধর। জানা গিয়েছে, মুখ্যসচিব বিপি গোপালিকার কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দেন দিন। তিনি ব্য়ক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন।
গুলি চালানোর ঘটনা
গত বিধানসভা নির্বাচনে শীতলকুচির একটি বুথে গুলি চালানোর ঘট
না ঘটেছিল। সেসময় ওই জেলার পুলিশ সুপার পদে ছিলেন দেবাশিস। বর্তমানে তাঁকে কম্পালসারি ওয়েটিং-এ রাখা হয়েছে।
এর আগেও আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠেছিল দেবাশিস ধরের বিরুদ্ধে। এমনকি ব্যারাকপুর থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়। সেই মামলার তদন্তে একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। সূত্রের দাবি, ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দেবাশিস ধরের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি চোখে পড়ার মতো।