এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এর মধ্যেই এবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু(Brtaya Basu) এবং শিক্ষা সচিব মনীশ জৈনকে (Manish Jain) তলব রাজ্যপালের। সোমবার দুপুরেই তাঁদের রাজভবনে ডেকে পাঠানো হয়েছে। জগদীপ ধনখড়(Jagdeep Dhankhar) নিজে টুইট করে একথা জানান।
সূত্রের খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি(Teacher Recruitment Scam) প্রসঙ্গে আলোচনা করতেই ডাকা হয়েছে এই দু'জনকে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে(Partha Chatterjee) পদ থেকে সরানোর যে সুপারিশ হাইকোর্ট(Calcutta High Court) রাজ্যপালের কাছে করেছে, সে সম্পর্কেও কথা হতে পারে বৈঠকে।
জগদীপ ধনখড়(Governor Jagdeep Dhankhar) টুইট করেছেন, ‘আজ দুপুরেই পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনকে তলব করা হয়েছে রাজভবনে।’ যদিও রাজ্যপালের ওই টুইট ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।