বিজেপি (BJP) নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি রাজ্যে । অগ্নিগর্ভ হাওড়া (Howrah Violence) । এই পরিস্থিতিতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । এই নিয়ে রাজ্যপালকে (Jagdeep Dhankhar) চিঠি দিয়েছেন তিনি । সেখানে রাজ্যের পরিস্থিতির দিকে নজর রেখে সেনা অথবা আধা সেনা মোতায়েনের আর্জি রাজ্যপালকে জানিয়েছেন বিরোধী দলনেতা । শুভেন্দুর সেই চিঠি আবার টুইটারে পোস্ট করেছেন রাজ্যপাল (Suvendu's Letter to Jagdeep Dhankhar) । সেইসঙ্গে তিনি জানিয়েছেন, এই বিষয়ে মুখ্যসচিবের সঙ্গে তিনি আলোচনা করবেন । প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে ।
চিঠিতে কী লিখেছেন শুভেন্দু ?
শুভেন্দু লেখেন,৯ জুন থেকে রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত । জায়গায় জায়গায় অবরোধ চলছে । বিশেষ করে হাওড়ার পরিস্থিতি উদ্বেগজনক । এক লাখের বেশি মানুষ রাস্তায় আটকে রয়েছে । হয়রানির শিকার হচ্ছে । এমনকি, তাঁর অভিযোগ, বহু মানুষের বাড়ি, দোকান ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা । তাঁর আরও অভিযোগ, বিজেপির দুটি পার্টি অফিসও ভাঙচুর (Howrah Violence) করা হয়েছে । কিন্তু, রাজ্য পুলিশ প্রশাসন নীরব দর্শক । এরই প্রেক্ষিতে তিনি রাজ্যে আধা সেনা মোতায়েনের আর্জি জানিয়েছেন ।
আরও পড়ুন, Howrah Violence : হাওড়া-খড়গপুর শাখায় দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ, দুর্ভোগে নিত্যযাত্রীরা
এদিকে, হাওড়ায় পরিস্থিতি (Howrah Violence) নিয়ন্ত্রণে আনতে কড়া পদক্ষেপ করল নবান্ন। বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতর জানিয়েছে, ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে কিছু গোষ্ঠী গুজব ও উত্তেজনা ছড়াচ্ছে এলাকায়। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার থেকে আগামী সোমবার সকাল ছটা পর্যন্ত গোটা হাওড়া জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনলাইন ভয়েস কলের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ জারি থাকবে। তবে সাধারণ ফোন কল বা এসএমএস স্বাভাবিক ভাবেই করা যাবে।