বুধবারেও রেল অবরোধ অব্যাহত ঝাড়গ্রামে। অবরোধের জেরে এদিন বাতিল হয়েছে ১১টি ট্রেন। পাশাপাশি, রুট পরিবর্তন করা হয়েছে ৬টি এক্সপ্রেস ট্রেনের। ৭টি ট্রেনের রুটে কাটছাঁট করা হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার থেকে একাধিক দাবি নিয়ে রেল অবরোধের ডাক দেয় আদিবাসী কুড়মি সমাজ। ফলে বুধবারও চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা।
কুড়মি সমাজের তরফের রাজ্য সম্পাদক রাজেশ মাহাতো জানান, "কুড়মি জনজাতির মানুষদের সারনা ধর্ম কোড, আদিম কুড়মি জাতির আত্ম পরিস্থিতি, এসটি তালিকাভুক্ত এবং কুড়মালি ভাষাকে অষ্টম তপশিলির অন্তর্ভুক্ত করার দাবিতে রেল রোকো এবং রাস্তা অবরোধ।" দাবি মানা না হলে, অনির্দিষ্টকালের জন্য অবরোধ (Rail Blockage) চলবে বলে আগেই জানিয়েছে আদিবাসী কুড়মি সংগঠন। রীতিমতো ধামসা-মাদল নিয়ে রেললাইনে বসে পড়ে রাতভোর অবরোধ চালাচ্ছেন কুড়মিরা।