উপকূলের দিকে এগিয়ে এলেও এই রাজ্যে সেভাবে প্রভাব ফেলেনি সিত্রাং। কিন্তু সিত্রাংয়ের কারণে বদলে গিয়েছে আবহাওয়া। হেমন্তের আবহে শীত অনুভূত হচ্ছে বঙ্গে। প্রতি বছরই কালী পুজোর আগে শীতের দেখা মেলে ঝাড়গ্রামে। আর শীত পড়লেই রূপ বাড়ে অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের।
এই বছরও অন্যথা হয়নি। কালী পুজো থেকে শীতের আমেজ অনুভব করল ঝাড়গ্রামবাসী। আর শীত পড়লেই দূর-দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে। কিন্তু করোনা অতিমারির কারণে গত দু'বছর সেভাবে পর্যটকদের আনাগোনা হয়নি। ফলে, ক্ষতির মুখে পড়েছিলেন পর্যটন ব্যাবসায়িরা।
এই বছর বেশ খানিকটা কমেছে করোনার দাপট। পরিস্থিতি আগের তুলনায় বেশ খানিকটা স্বাভাবিক। ফলে শিরশিরে বাতাসে ঠাণ্ডার হিমেল স্পর্শ অনুভূত হতেই খুশি হোটেল মালিক থেকে শুরু করে ট্রাভেল এজেন্সির মালিকরা।