হতাশ হবেন না । মামলা চলছে । বিচারও হবে । শুক্রবার রাতে কলকাতা হাইকোর্ট থেকে বেরিয়ে হতাশ চাকরিপ্রার্থীদের এমনই পরামর্শ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।
শুক্রবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরে যাওয়ায় হতাশ হয়ে পড়েন চাকরিপ্রার্থীরা । এদিন, বিচারপতির নামে পোস্টার বুকে বেঁধে রাস্তায় নেমেছিলেন আন্দোলনকারীরা । তাঁদের উদ্দেশে বিচারপতি বলেন, "অপেক্ষা করুন । মামলা তো শেষ হয়ে যায়নি । মামলা অন্য কোনও বিচারপতির কাছে যাবে । তিনিও তো হাইকোর্টের বিচারপতি । তিনি দেখবেন । "
বিচারপতি এদিন আরও বলেন, "যত দিন বিচারপতি থাকব, তত দিন দুর্নীতির বিরুদ্ধে সরব থাকব। আর যখন বিচারপতি থাকব না, অন্য কাজ করব, তখনও দুর্নীতির বিরুদ্ধে লড়ব।’’ তিনি বুঝিয়ে দিলেন, দুর্নীতির সঙ্গে কোনওদিন আপস করেননি আর করবেনও না ।