দীর্ঘ ১১০ দিনের অচলবস্থা কাটল মঙ্গলবার। ফের পুরপ্রধান পেল খড়গপুর পুরসভা। বাংলা নববর্ষের আগেই প্রথম পুরপ্রধান হিসেবে খড়গপুরের দায়িত্ব পেলেন কল্যাণী ঘোষ। আগামী ১৭ এপ্রিল তিনি খড়গপুরের নতুন পুরপ্রধান হিসাবে শপথ নেবেন। মঙ্গলবার দুপুরে মেদিনীপুর জেলা তৃণমূল কার্যালয়ে তাঁর নাম ঘোষণা করেন সভাপতি সুজয় হাজরা।
উল্লেখ্য, খড়গপুর পুরসভায় টানা পাঁচবারের জয়ী কাউন্সিলর তিনি। ২০০০ সাল থেকে জিতে আসছেন কল্যাণী ঘোষ। ২০০০ সালে ১০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী হিসাবে পুরসভায় পা রাখেন তিনি। অবশ্য ২০১০ সালে খড়গপুর পুরসভায় রেল এলাকার অন্তর্ভুক্তির পর তা হয়ে যায় ৭ নম্বর। সেই থেকেই তিনি ওই ওয়ার্ডে জিতে আসছেন।
আরও পড়ুন- India-Pakistan Match: ইডেনেই মুখোমুখি ভারত-পাকিস্তান? ভারতে বিশ্বকাপের ভেন্যু নিয়ে দোটানায় পিসিবি