কসবায় বেসরকারি স্কুলের ৫ তলা থেকে পড়ে মৃত্যু হয় দশম শ্রেণির ছাত্র শেখ শানের। সেই ঘটনায় পর স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন শানের পরিজনরা। তারপর বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল সিলভার পয়েন্ট নামে বেসরকারি স্কুলটি।
স্কুল বন্ধ প্রসঙ্গে একটি নোটিস দিয়েছে কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে, পড়ুয়াদের নিরাপত্তা তাদের কাছে অগ্রাধিকার পাবে। এবং পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।
সোমবার কসবা রথতলা এলাকার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে মৃত্যু হয় দশম শ্রেণির পড়ুয়া শেখ শানের। পরিবারের তরফে জানানো হয়, মৃত ছাত্রের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শারীরিক নির্যাতক করে খুন করা হয়েছে বলে অভিযোগ। যদিও সেই অভিযোগ অস্বীকার করে স্কুলের পিন্সিপ্যাল জানিয়েছেন, মৃত পড়ুয়াকে হেনস্থা করা হয়নি।
Read More- কসবার ঘটনায় থানায় তলব শিক্ষকদের, আরও ফুটেজ দেখছেন তদন্তকারীরা
এদিকে মঙ্গলবার সকালেই কসবা থানায় খুনের মামলা রুজু করা হয়েছে। প্রিন্সিপ্যাল, ভাইস প্রিন্সিপ্যাল এবং আরও দুই শিক্ষকের বিরুদ্ধে ৩০২ এবং ১২০ বি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।