আইএসএলে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল মোহনবাগান আর ইস্টবেঙ্গল। যুযুধান দু'পক্ষের এই লড়াই হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু খেলা দেখে বাড়ি ফিরবেন কি করে? এই সমস্যার সমাধান করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।
দুই দলের সমর্থকরা যাতে ফিরতি পথে কোনও সমস্যায় না পড়েন তার জন্য বিশেষ মেট্রোর ব্যবস্থা করল মেট্রো কর্তৃপক্ষ। ম্যাচ শেষ হওয়ার পর স্টেডিয়াম থেকে শিয়ালদহ পর্যন্ত অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মেট্রোটি ফুলবাগানেও থামবে বলে জানানো হয়েছে।
মেট্রোর এই বিবৃতি অনুযায়ী, সেপ্টেম্বর ২৩, ২৭, অক্টোবরের ৫, ১৯, নভেম্বরের ৯, ২৩, ২৯, ৩০, ডিসেম্বরের ১২, ১৪, ১৭ এবং ২১ তারিখ অর্থাৎ মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচগুলির দিনে অতিরিক্ত মেট্রো চালানো হবে। খেলা শেষ হবে ৯.৩০ নাগাদ। ম্যাচের পর স্টেডিয়াম থেকে অতিরিক্ত এই মেট্রো ছাড়বে রাত ১০টা বেজে ১৫ মিনিটে।
শুক্রবার কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র আরও জানিয়েছেন, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে ম্যাচের দিনগুলিতে অতিরিক্ত মেট্রো পরিষেবার আবেদন করা হয়েছিল। সেই কথা মাথায় রেখেই কলকাতা মেট্রোর তরফে এই বিশেষ ব্যবস্থা করেছেন।