আজ মহাষ্টমী। বেলুড় মঠের পাশাপাশি মহাষ্টমীতে মহাধুমধামে কুমারী পুজো হয় মা সারদার জন্মভিটে জয়রামবাটিতে। জয়রামবাটির মাতৃমন্দিরে এদিনও রীতি মেনে পালিত হয় কুমারী পুজো। এই কুমারী পুজো উপলক্ষে জয়রামবাটিতে আসেন অসংখ্য দর্শনার্থী।
অষ্টমী তিথি মেনে প্রথানুযায়ী জয়রামবাটির সারদা মায়ের পুরনো বাড়িতে কুমারী পুজোর আয়োজন করা হয়। এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন ভক্তরা। বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে মাতৃমন্দিরে এই পুজোর আয়োজন করা হয়। জয়রামবাটির রামকৃষ্ণদেবের মন্দিরের চাতালে পালিত হয় এই কুমারী পুজো। প্রাচীন ঐতিহ্য ও পরম্পরা মেনে এই কুমারী পুজোর দিন ভক্তি সহকারে মা দুর্গা রূপে পুজো করা হয় ষোড়শীকে।
গত ২ বছর কোভিডের কারণে কুমারী পুজোতে দর্শনার্থীদের ভিড় অনেকটাই কম ছিল। এবার স্বাভাবিক ছন্দে পুজো। মহাষ্টমীর সকালে অসংখ্য ভক্ত হাজির হয় জয়রামবাটির মাতৃমন্দিরে।