Kunal Ghosh : 'দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান,অথচ দুঃসময়ে নেই টলিউডের বাবু, বিবিরা', বিস্ফোরক কুণাল

Updated : Aug 30, 2024 14:58
|
Editorji News Desk

আর জি কর কাণ্ডের আবহে বিস্ফোরক পোস্ট তৃণমূল নেতা কুণাল ঘোষের । এবার টলিউডের 'ক্ষমতাশালী তারকাদের' আক্রমণ করলেন কুণাল । তাঁর অভিযোগ, বাংলা নিয়েও কুৎসার ছবি তৈরি হচ্ছে মুম্বইয়ে । তাহলে কেন তৃণমূলের পক্ষে বার্তা যেতে পারে, এমন সিনেমা তৈরি হচ্ছে না টলিউডে ? 'টলিগঞ্জের বাবু/বিবি'-দের কাছে সেই প্রশ্নই তুলেছেন কুণাল । উল্লেখ্য,  ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ মুক্তি পেয়েছে শুক্রবার । ওই সিনেমায় পশ্চিমবঙ্গের ভাবমূর্তি খারাপ করার চেষ্টা করে হচ্ছে বলে অভিযোগ । সেই প্রসঙ্গ তুলেই এবার টলিউডের স্টুডিওপাড়ার একাংশের দিকে আঙুল তুললেন তৃণমূল নেতা ।

কুণাল এক্স হ্যান্ডেলে লেখেন, 'আফসোস লাগে। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির বহু পরিচালক, প্রযোজক, অভিনেতা এমন কিছু রাজনৈতিক ছবি করেন যা সমাজে বিজেপির পক্ষে ন্যারেটিভ তৈরি করে। এবার তো বাংলা নিয়েও কুৎসার ঝুলি আসছে।' এরপরই কুণালের অভিযোগ, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, দলে, মঞ্চে থেকে, ছবি তুলে নিজেদের ভাবমূর্তি গড়েছেন, নিজেদের গুরুত্ব বৃদ্ধি করেছেন,  দলের সুসময়ে হাত নেড়ে সামনে থেকেছেন , অথচ দলের দুঃসময়ে তাঁদের কাউকে দেখা যায় না ।  

কুণালের কথায়, 'টলিগঞ্জের বাবু-বিবিরা, যাঁরা মমতাদির পাশে, দলে, মঞ্চে, ছবির ফ্রেমে থাকেন, তাঁরা নিজেদের ভাবমূর্তি গড়তে, পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত । টালিগঞ্জের কলাকুশলীরা দিদির পাশে ছবি দিয়ে নিজেদের গুরুত্ব বৃদ্ধি করেন, কিন্তু মমতাদির বায়োপিক বা তৃণমূলের পক্ষে বার্তা যেতে পারে, এমন কোনও সিনেমা তৈরির কথা তাঁরা ভাবেন না।  সামনে থেকে মানুষকে বোঝানোর কাজে এঁদের পাওয়া যায় না। দল না বললে কর্মসূচিতেও পাওয়া যায় না।'

দিন কয়েক আগে পরিচালক-টেকনিশয়নদের দ্বন্দ্বে উত্তাল হয়েছিল টলিপাড়া । ৪৮ ঘণ্টা বন্ধ হয়ে গিয়েছিল শুটিং । সেইসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে জট কেটে । এদিন কুণালের পোস্টে সেই প্রসঙ্গ উঠল । কুণালের কথায়, 'টেকনিসিয়ানরা অনেক বেশি দরদী।'

তৃণমূলের বিভিন্ন সভায় টলিউডের তারকাদের দেখা যায় । এমনকী, তৃণমূলের টিকিটে অনেকেই এখন হয় সাংসদ না হলে বিধায়ক বা কাউন্সিলর । তাঁদের নিশানা করেই যে পোস্ট করেছেন কুণাল, সেটা স্পষ্ট । তাঁর কথায়,'এঁরা অনেক বড় নাম হতে পারেন, কিন্তু এঁদের অনেকেই দলের বোঝা। দলের সুসময়ে এঁরা হাত নেড়ে সামনে থাকেন।...এঁদের কেউ কেউ আন্তরিক। বাকি ক্ষমতাশালী তারকাদের নিয়ে দল ভাবুক।' কুণালের এই পোস্টের পরই গর্জে উঠেছেন টলিউডের কলাকুশলীরা । বিষয়টাকে ভাল চোখে দেখছেন না তাঁরা ।

Kunal Ghosh

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন

editorji | লোকাল

Murshidabad News: এবার চিকিৎসকের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য মুর্শিদাবাদে

editorji | লোকাল

RG Kar Upadate: নির্যাতিতার পরিবারের হয়ে মামলা লড়বেন না বৃন্দা গ্রোভার, কারণ জানালেন স্বয়ং আইনজীবী