পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে রবিবার সকাল থেকে ফিরহাদ হাকিম ও মদন মিত্রের বাড়িতে তল্লাশি চালাচ্ছে CBI। পাশাপাশি রাজ্যের একাধিক জায়গায় চলছে তল্লাশি অভিযান। পুরো ঘটনায় প্রতিহিংসার রাজনীতি দেখছে তৃণমূল কংগ্রেস। এবিষয়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্নার ফলে বিজেপির উপর চাপ বাড়ছে। সেকারণে নজর ঘোরাতেই ফের এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে।
কুণাল ঘোষের ওই মন্তব্যের পালটা প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। প্রতিহিংসার রাজনীতির অভিযোগ নস্যাৎ করে তাদের স্পষ্ট জবাব, কেন্দ্রীয় সংস্থা তাদের নিজেদের কাজ করছে। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।
শিক্ষা দুর্নীতি মামলায় হুগলির বাসিন্দা অয়ন শীল গ্রেফতার হওয়ার পরেই পুরসভার নিয়োগ দুর্নীতির বিষয়টি সামনে আসে। তার তদন্ত শুরু করে CBI। রবিবার সকালে সেই মামলার তদন্তের জন্যই পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।
Read More- ঢুকতে পারলেন না আইনজীবীও, ফিরহাদের বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী
এরপর কাঁচড়াপাড়া এবং হালিশহরেও হানা দেয় CBI এর দুটি টিম। ওই দুই পুরসভার দুই প্রাক্তন পুরপ্রধানের বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সূত্রের খবর একাধিক নথিপত্র উদ্ধার করা হয়েছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে।