নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগ কুন্তল ঘোষের বিরুদ্ধে। গ্রেফতার করে হেফাজতে নিয়েছে ইডি। অভিযোগ উঠেছে, তাঁর নামে গোয়ায় হোটেল ও ত্রিপুরায় চা বাগান আছে। শুক্রবার সেই দাবি নিজেই খারিজ করলেন তৃণমূলের প্রাক্তন যুবনেতা কুন্তল। সংবাদমাধ্যমের কাছে সেই সম্পত্তির ঠিকানা চাইলেন তিনি।
শুক্রবার নগর দায়রা আদালতে পেশ করা হয় কুন্তলকে। আদালত চত্বরে কুন্তল ঘোষ বলেন, "আপনারা যে কথাগুলি বলছেন, যাচাই করে বলুন। ত্রিপুরার চা বাগান, গোয়ার হোটেল- দয়া করে তার ঠিকানা দিন। "
কুন্তল ঘোষকে জেরা করেই আরও এক তৃণমূল যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। তিনি সরাসরি কুন্তলের দিকে আঙুল তুলেছেন। শান্তনুর দাবি, "মাস্টারমাইন্ড কুন্তলই।" এই অভিযোগও শুক্রবার উড়িয়ে দেন কুন্তল। তিনি বলেন, "অপ্রাসঙ্গিক কথার উত্তর দেব না।" নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার ৫৩ দিন পর কুন্তলকে বহিষ্কার করেছে দল। বৃহস্পতিবার কুন্তল জানান, দলের সিদ্ধান্ত তিনি মাথা পেতে নিয়েছেন।
গত ২১ জানুয়ারি কুন্তল ঘোষকে গ্রেফতার করে ইডি। ইডি সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে একাধিক তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে। ইডির জেরার মুখে পড়েন কুন্তলের স্ত্রী জয়শ্রীও।