তাঁকে বহিষ্কার করে দল ঠিক কাজই করেছে। দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এমনটাই জানালেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়া হুগলির বলাগড়ের যুবনেতা কুন্তল ঘোষ।
কুন্তলের আইনজীবী সূত্রে খবর, তাঁর সঙ্গে টেলিফোন-কথোপকথনে জেলবন্দি কুন্তল জানিয়েছেন, দল ঠিক কাজ করেছে। এমনকি কুন্তল এও জানান, সব কিছুর নিষ্পত্তি ঘটলে দল নিশ্চয়ই কোনও সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন তিনি।
বুধবার তৃণমূল নেত্রী শশী পাঁজা ব্রাত্য বসুকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন। এখানেই নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করে তৃণমূল।
আরও পড়ুন- গোয়ার হোটেল থেকে ত্রিপুরার চা-বাগানে কোটি কোটি টাকা 'বিনিয়োগ' কুন্তলের, স্ত্রী'কে জেরা ইডির
এই সাংবাদিক সম্মেলনে তৃণমূল নেতৃত্ব স্পষ্ট করে দেন, দুর্নীতির সঙ্গে জড়িত দলের কোনও নেতাকে রেয়াত করা হবে না। পাশাপাশি, নিয়োগ দুর্নীতি মামলার দ্রুত সমাধানও চান তৃণমূল নেতৃত্ব।