৭৭ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন এক সময়ের দোর্দণ্ডপ্রতাপ সাংসদ লক্ষণ শেঠ। তবে হবু স্ত্রীর পরিচয় প্রকাশ্যে আনতে নারাজ তিনি। সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিজের এলাকায় রিসেপশন (প্রীতিভোজ) করবেন তিনি৷ তখনই সকলে জানতে পারবেন।
লক্ষণ না বললেও জানা গিয়েছে পাত্রীর নাম মানসী দে৷ বয়স ৪২। তাঁর ছবি ইতিমধ্যেই ভাইরাল।
Dev-Soham: এক ছবিতে দেব-সোহম? টলিপাড়ায় জল্পনা তুঙ্গে
সিপিএমের দাপুটে নেতা লক্ষণ ১৯৭৯ সালে তমালিকা পণ্ডা শেঠকে বিয়ে করেন। তমালিকাও ছিলেন প্রভাবশালী বাম নেত্রী। ১৯৯৭ সালে হলদিয়া পুরসভার চেয়ারপার্সন নির্বাচিত হন তমালিকা। ২০০৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত মহিষাদলের বিধায়কও ছিলেন তিনি। লক্ষ্মণ এবং তমালিকা তাঁদের সুদিনে হলদিয়ায় বিরাট গণবিবাহহের আয়োজন করতেন। ২০১৬ সালে শ্বাসকষ্টের সমস্যায় প্রয়াত হন তমালিকা। তাঁদের দুই ছেলে রয়েছে।
তমলুকের তিনবারের সাংসদ লক্ষণ শেঠকে ২০০৯ সালে পরাজিত করেন তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। ২০১৪ সালে সিপিএম বহিষ্কার করে লক্ষণকে। ২০১৫ সালে লক্ষণ তৈরি করেন নিজের 'ভারত নির্মাণ দল'। এরপর বিজেপিতে যোগ দেন লক্ষণ৷ ২০১৮ সালে বিজেপিও তাঁকে বহিষ্কার করে। পরের বছর, ২০১৯ সালে কংগ্রেসে যোগ দেন তিনি।