'কালপুরুষ', 'কালবেলা'-র (Kalbela) স্রষ্ঠা সমরেশ মজুমদারের শেষকৃত্য (Samaresh Mazumder dies) সম্পন্ন হল । এদিন, দুপুর ১টা নাগাদ নিমতলা মহাশ্মশানে সাধারণ ভাবেই শেষকৃত্য সম্পন্ন হয়। সাহিত্যিকের কন্যা দোয়েল জানিয়েছেন, আচার-অনুষ্ঠানে বিশ্বাস ছিলেন না সমরেশ মজুমদার । তাই অনাড়ম্বরভাবেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে । এদিন সকাল থেকেই উত্তর কলকাতার শ্যামপুকুর স্ট্রিটের বাড়িতে ছিল জনতার ঢল । সেখানেই শায়িত রাখা হয়েছিল সমরেশ মজুমদারকে । তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা । ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও । এদিন শ্রদ্ধা জানান, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু (Biman Bose), সিপিআইএম নেতা রবীন দেব,মহম্মদ সেলিমরা ।
এছাড়াও,তৃণমূলের ফিরহাদ হাকিম, শশী পাঁজাও তাঁকে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান । জানা গিয়েছে, মঙ্গলবার সকাল আটটার দিকে তাঁর মরদেহ কলকাতার অ্যাপোলো হাসপাতাল থেকে বের করা হয় । এরপর তাঁকে নিয়ে নেওয়া হয় শহরের শ্যামপুকুর স্ট্রিটের বাড়িতে । সেখানেই পরিবার, আত্মীয়-স্বজন ও গুণমুগ্ধ ভক্তরা শ্রদ্ধা জানান তাঁকে । তারপর শেষকৃত্য সম্পন্ন হয় ।