যাত্রী স্বাচ্ছন্দ্যে নয়া পদক্ষেপ পূর্ব রেলের। লম্বা যাত্রাপথে লোকাল ট্রেনের একঘেয়েমি কাটাতে এবার এলইডি টিভি (LED TV) বসাচ্ছে পূর্ব রেল (Eastern Railways)। ট্রেনে চলতে চলতেই বিনোদনমূলক অনুষ্ঠানে চোখ রাখা যাবে এখন থেকে। সেই সঙ্গে রেলের গুরুত্বপূর্ণ তথ্যও জানা যাবে টিভির মাধ্যমে (Local Train)।
জানা গিয়েছে, সোমবার হাওড়া-বর্ধমান লোকাল ট্রেনে এই টিভি পরিষেবা প্রথম চালু হচ্ছে। পূর্ব রেলে এর আগে এমন উদ্যোগ নেওয়া হয়নি। রেল সূত্রে খবর, হাওড়া-বর্ধমান লোকাল দিয়ে শুরু হলেও ধীরে ধীরে সব লোকাল ট্রেনেই এলইডি টিভি বসানো হবে।
আরও পড়ুন- TMC MPs in Parliament: মুড়ির থালা হাতে সংসদে বিক্ষোভ দেখাবেন তৃণমূল সাংসদরা
৭০ শতাংশ ওই বেসরকারি কোম্পানির অনুষ্ঠান চলবে লোকাল ট্রেনের টিভিতে। বাকি ৩০ শতাংশে থাকবে রেলের তথ্য সম্বলিত ঘোষণা ও অনুষ্ঠান। পরবর্তী স্টেশন সম্পর্কেও জানানো হবে টিভিতেই। যাত্রীদের সুবিধার্থে রেলের যাবতীয় তথ্য ও ঘোষণা করা হবে এই টিভির পর্দায়।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান আরও ৫০টি লোকাল ট্রেনে টিভি বসানো হচ্ছে। প্রতিটি কামরায় চারটি করে ২৮ ইঞ্চি টিভি রাখা হবে। একটি বেসরকারি সংস্থাকে এই কাজের বরাত দেওয়া হয়েছে।
লোকাল ট্রেনে এই টিভির মাধ্যমে প্রতি বছর পূর্ব রেল ৫০ লাখ টাকা আয় করবে বলে জানা গেছে। এই মর্মে ওই বেসরকারি সংস্থার সঙ্গে ৫ বছরের চুক্তি হয়েছে। পাঁচ বছরে মোট আয় হবে আড়াই কোটি টাকা।