বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বর্ধমানের কাটোয়ার সমাবেশে সিপিএমের ছাত্র সংগঠনের পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্মেলনে যোগ দেন বিমান বসু। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার প্রসঙ্গে তিনি জানান, "যে বাবা নিজের মেয়েকে অপরাধী তৈরি করছে, তার বাবা না হওয়াই ভাল।"
কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তা নিয়েও কটাক্ষ করেন বিমান বসু। সিপিএমের প্রবীণ নেতা বলেন, "একজন জেলে রয়েছেন। তার নামে ১৭ কোটি টাকা ফিক্সড ডিপোজিট রয়েছেন। তিনি জেলে থেকেই এমন কথা বলছেন, যেন রাজভবনে আছেন। মা মাটি সরকারের আমলে যে কত মাটি চুরি হয়েছে। তাকে আবার বীরের সম্মান দিয়ে জেল থেকে নিয়ে আসার কথা বলা হচ্ছে।" অনুব্রতের নাম না বামফ্রন্ট চেয়ারম্যান বলেন, "তার মেয়েও প্রাইমারিতে চাকরি পেয়েছে। কিভাবে পেয়েছে জানা নেই। একদিনের জন্য স্কুলে যায় না। ঘরে বসে বেতন পায়। যে বাবা, নিজের বাচ্চা মেয়েকে অপরাধী তৈরি করছে, তার বাবা না হওয়াই ভাল।"
রাজ্য সরকারের একের পর এক দুর্নীতি সামনে এসেছে। বিমান বসুর মতে, প্রাথমিক শিক্ষা, লোয়ার প্রাইমারি, আপার প্রাইমারি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মেডিকেলে ভর্তি থেকে শুরু করে যে অনৈতিক কাজ চলছে, তা আগে কোনও দিন হয়নি। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যা হচ্ছে, তা ভাবা যায় না।