পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বুধবার পথে বাম সমর্থিত সংগঠন ওয়েস্টবেঙ্গল মাইগ্রান্ট ওয়ার্কার্স ইউনিয়ন। বুধবার দুপুরে এই সংগঠনের ডাকে দুটি মিছিল বহরমপুর শহর পরিক্রমা করে।
জানা গিয়েছে, পরিযায়ী শ্রমিকদের জন্য দুরপাল্লার ট্রেনে ২টি কামরার ব্যবস্থা, মৃত শ্রমিকদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা, সরকারি দায়িত্বে ভিনরাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের মৃতদেহ নিয়ে আসার ব্যবস্থা সহ একাধিক দাবিদাওয়া নিয়ে মিছিল করে জেলাশাসকের দফতরের উদ্দেশ্যে যান ওই বাম শ্রমিক সংগঠনের সদস্যরা। তবে জেলাশাসকের দফতরে যাওয়ার পথে তাঁদের মিছিল আটকে দেয় পুলিশ।
আরও পড়ুন- BJP Strike in Moyna: পাঁশকুড়ায় দিলীপ-ময়নায় অশোক, কর্মীদের নিয়ে অবরোধে সামিল বিজেপি সাংসদ-বিধায়ক