উৎসবের মরশুম শুরু হতে চলেছে। কিন্তু বড়দিনের (Christmas) আগে যাত্রী ভোগান্তি অব্যাহত। ২৪ ও ২৫ ডিসেম্বর বাতিল (Local train Cancelled) হতে চলেছে শিয়ালদহ (Sealdah) শাখার বেশ কিছু ট্রেন। যার জেরে শিয়ালদা থেকে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট ও কল্যাণী সীমান্ত পর্যন্ত একাধিক লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে।
সূত্রের খবর, শনি ও রবিবার নৈহাটি ও রানাঘাটের মধ্যে চলবে রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণ। সেই কারণে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার বাতিল করা হয়েছে ৫টি আপ এবং ৪টি ডাউন। রবিবার বাতিল করা হয়েছে ৫টি আপ এবং ৪টি ডাউন।
আরও পড়ুন- প্রাথমিকে ফের ৫৩ জনের চাকরি বাতিলের সিদ্ধান্ত হাই কোর্টের
শনিবার বাতিল থাকছে যে ট্রেনগুলি
আপ 31843 শিয়ালদা-কৃষ্ণনগর লোকাল
ডাউন 31838 কৃষ্ণনগর-শিয়ালদা লোকাল
আপ 31929 শিয়ালদা-গেদে লোকাল
ডাউন গেদে-শিয়ালদা লোকাল
আপ 31539 শিয়ালদহ – শান্তিপুর লোকাল
ডাউন শান্তিপুর-শিয়ালদা লোকাল
আপ 31629, 31631 শিয়ালদা – রানাঘাট লোকাল
ডাউন রানাঘাট-শিয়ালদা লোকাল
আপ কল্যাণী সিমন্ত – নৈহাটি লোকাল
রবিবার বাতিল থাকছে যে ট্রেনগুলি
আপ 31811, 31815 শিয়ালদা – কৃষ্ণনগর লোকাল
ডাউন 31812, 31816 কৃষ্ণনগর-শিয়ালদা লোকাল
আপ 31511, 31513 শিয়ালদা – শান্তিপুর লোকাল
ডাউন 31512, 31516 শান্তিপুর-শিয়ালদা লোকাল
আপ 31611, 31615 শিয়ালদা – রানাঘাট লোকাল
ডাউন 31614, 31616 রানাঘাট-শিয়ালদা লোকাল
আপ 31311, 31313, 31315 শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল
ডাউন 31314, 31316, 31318 কল্যানী সীমান্ত-শিয়ালদা লোকাল
আপ 31191 নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল