আবাস যোজনায় ঘর পাওয়া নিয়ে বঞ্চনার অভিযোগ পুরুলিয়ায়(Purulia Scam)। সদ্য প্রকাশিত তালিকায় তাঁদের নাম না থাকায় ক্ষোভে ফেটে পড়েন শ্যামপুর গ্রামের বাসিন্দারা। দীর্ঘ আবেদন-অনুরোধেও কাজ না হওয়ায় তাঁরা শেষপর্যন্ত জেলা প্রশাসনের দারস্থ হয়েছেন।
জানা গিয়েছে, পুরুলিয়ার(Purulia News) শ্যামপুর গ্রামের অধিকাংশ মানুষেরই 'নুন আনতে পান্তা ফুরোয়' দশা। গ্রামের বেশিরভাগ বাড়ির অবস্থাই একেবারে বেহাল। কারও মাটির বাড়িতে টালির ছাউনি, কারও বা বাড়ির মাথায় কোনরকমে প্লাস্টিকের আচ্ছাদন দেওয়া। ফলে কৃষিজীবী এই পরিবারগুলির দীর্ঘদিনের দাবি, আবাস যোজনায়(PM Awas Yojana Scheme Scam) তাঁদের ঘর দেওয়া হোক। কিন্তু প্রকৃত মানুষদের বঞ্চিত করে পয়সার বিনিময়ে অন্যান্যদের ঘর দেওয়ার অভিযোগ বাসিন্দাদের একাংশের। নয়া তালিকা সেই ক্ষোভের আগুন ঘৃতাহুতি দেয়। তালিকায় যোগ্যদের নাম না থাকায়(PM Awas Yojana Corruption) ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।
আরও পড়ুন- Doctors attacked in SSKM: ফের শহরে চিকিৎসক নিগ্রহের অভিযোগ, রোগীর আত্মীয়দের হাতে আক্রান্ত SSKM-এর ৪
পুরুলিয়া সদর মহকুমাশাসক(Purulia DM Office) বিমলেন্দু দাস বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে দীর্ঘদিনের এই বঞ্চনার অবসান না হলে আগামীদিনে পঞ্চায়েত ভোট(Panchyaet Vote in Purulia) বয়কটের দাবিও তুলেছেন 'বঞ্চিত' গ্রামবাসীরা।