ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা শিয়ালদহ শাখায়। সপ্তাহ শেষে প্রায় ১০ ঘণ্টার জন্য এই শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হবে বলে জানা গিয়েছে। পূর্ব রেল সূত্রে খবর, শিয়ালদহ স্টেশনে লাইনের রক্ষণাবেক্ষণের জন্য বহু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। একইসঙ্গে বেশ কিছু দুরপাল্লার ট্রেনের রুট বদল করে অন্তিম স্টেশন শিয়ালদহের বদলে কলকাতা করা হয়েছে।
কোন কোন লোকাল ট্রেন বাতিল করা হয়েছে?
শনিবার রাতে দুটি শিয়ালদহ-কৃষ্ণনগর, শিয়ালদহ-নৈহাটি ও শিয়ালদহ-বনগাঁ লোকাল বাতিল থাকবে। রবিবার সকালে বাতিল থাকবে শিয়ালদহ থেকে প্রায় সব দিকের ট্রেনই বাতিল থাকবে। এর মধ্যে রয়েছে ছয়টি শিয়ালদহ-রানাঘাট লোকাল।
চারটি শিয়ালদহ-কল্যাণী সীমান্ত, শিয়ালদহ-ব্যারাকপুর, শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-হাবরা লোকাল বাতিল থাকবে। দুটি শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-শান্তিপুর, শিয়ালদহ-গেদে, শিয়ালদহ-দত্তপুকুর, শিয়ালদহ-হাসনাবাদ লোকাল চলবে না। বাতিল করা হয়েছে সকালের কৃষ্ণনগর-শিয়ালদহ লোকালও।
লোকাল ট্রেন ছাড়াও রুট বদল হয়েছে দূরপাল্লা ট্রেনের। শনিবার পদাতিক ও আজমের এক্সপ্রেস শিয়ালদহের পরিবর্তে কলকাতা স্টেশনে যাবে। এদিন ট্রেনগুলি ছাড়বেও কলকাতা থেকেই। এছাড়াও, দার্জিলিং মেল, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, বালুরঘাট-মালদহ টাউন প্যাসেঞ্জার-সহ একাধিক দুরপাল্লার ট্রেনর সময়সূচী বদল করা হয়েছে।