বিজেপির আসানসোল অস্বস্তি অব্যাহত। বৃহস্পতিবার সকালে যা আরও একবার সামনে এল। এবার প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে নিয়ে বচসায় গেরুয়া শিবিরের দুই গোষ্ঠী। বারাবনিতে প্রার্থীর সামনেই চলল চেয়ার- টেবিল ছোঁড়াছুড়ি।
এদিন সকালে বড়বাথান থানা এলাকায় এক কর্মিসভায় যোগ দিয়েছিলেন আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিংহ আলুওয়ালিয়া। এলাকার জামাই ওই সভায় ঢুকতেই গোল বাধে। নিজেদের মধ্যেই তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিজেপির দুই শিবিরের কর্মীরা। শুরু হয় মারপিঠও। বিজেপির জেলা নেতৃত্বের হস্তক্ষেপেই পরিস্থিতি সামাল দেওয়া হয়।
আরও পড়ুন - রাজ্যের আরও একজন 'গদ্দার', মিঠুন চক্রবর্তীকে আক্রমণ মমতার
সম্প্রতি, আসানসোলের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। বর্ধমান দুর্গাপুর থেকে সরিয়ে একেবারে শেষ সময় আসানসোলের প্রার্থী করা হয়েছে সুরিন্দর সিংহ আলুওয়ালিয়াকে। তাঁর নাম ঘোষণার পর থেকেই অভিযোগ, বিজেপির একাংশের ক্ষোভ রয়েছে। দিন কয়েক আগে তার বহিঃপ্রকাশ দেখা গিয়েছিল আলুআলিয়ার প্রচারেই।