পানিহাটির(Panihati) মৃত কাউন্সিলর অনুপম দত্তের বাড়িতে গিয়ে বিস্ফোরক দাবি করলেন কামারহাটির (Kamarhati) বিধায়ক মদন মিত্র। তাঁর দাবি, ব্যারাকপুরে আরও খুন হতে চলেছে। বিজেপি খুনের রাজনীতি করছে।
বৃহস্পতিবার পানিহাটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর প্রয়াত অনুপম দত্তের বাড়িতে তার পরিবারের লোকজনের সাথে দেখা করত যান কামারহাটির বিধায়ক। পরিবারের লোকজনদের সমবেদনা জানান তিনি।
আরও পড়ুন: Jhalda Murder: ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে আততায়ীর স্কেচ আঁকাল পুলিশ
অনুপম দত্তের পরিবারের জন্য আরও বেশি নিরাপত্তা প্রয়োজন বলেও মন্তব্য করেন মদন মিত্র।