পরীক্ষা ভাল হয়নি, রেজাল্ট নিয়ে প্রথম থেকেই একটা ভয় ছিল। মাধ্যমিকে অকৃতকার্য হতেই রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল ফুলিয়া বিদ্যামন্দিরের দশম শ্রেণির এক ছাত্রী। জানা গেছে, ওই মাধ্যমিক পরিক্ষার্থীর(Madhyamik Student death) নাম মেঘা সরকার।
পরীক্ষার পর থেকেই মুষড়ে ছিল মেঘা। পরিবারের তরফে অনেকবার বোঝানো হয়েছিল ফুলিয়া বিদ্যামন্দিরের(Phulia Vidyamandir) দশম শ্রেণির ছাত্রী মেঘা সরকারকে। কিন্তু তারপরেও এই মর্মান্তিক পরিণতি ঘটাবে মেয়ে, তা যেন স্বপ্নেও ভাবেননি ফুলিয়ার নবলার সরকার পরিবার। স্থানীয় সূত্রে খবর, সকাল সাড়ে ১১টা নাগাদ স্কুল যাওয়ার পথে কিছু বন্ধুর সঙ্গে দেখা হয় মেঘার। তাদের মুখ থেকেই নিজের অকৃতকার্য হওয়ার খবর পেয়েই ভেঙে পড়ে সে। এরপরেই চলন্ত ট্রেনের (Madhyamik Student suicide case) সামনে ঝাঁপ দেয় ওই মাধ্যমিক পরিক্ষার্থী।
অভাবী সরকার পরিবারে নুন আনতে পান্তা ফুরোয় দশা। তবে ছোট মেয়ে মেঘা প্রথম থেকেই পড়াশোনায় ভাল। স্কুলে বরাবরই ভাল ফল করে সে। কিন্তু মাধ্যমিকের(Madhyamik Student Suicide) এই ফুল সম্পর্কে কী আগেই আন্দাজ করতে পেরেছিল সে? না হলে কেন বন্ধুদের কথা শুনেই সে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল? এখন এই প্রশ্নই কুড়ে কুড়ে খাচ্ছে ফুলিয়ার সরকার পরিবারকে।