অপেক্ষার অবসান। ৩ জুন ফলঘোষণা হবে মাধ্যমিকের। সোমবার বিবৃতি দিয়ে এমনই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সকাল ৯টায় ফল প্রকাশ করবেন পর্ষদের সভাপতি। তারপর সকাল ১০টা থেকে ওয়েবসাইটে ফল জানা যাবে। মোট ১৪টি ওয়েবসাইটে ফল দেখা যাবে।
কীভাবে মাধ্যমিকের রেজাল্ট জানা যাবে!
www.wbbse.wb.gov.in বা http://wbresults.nic.in ওয়েবসাইটে যেতে হবে।
WBBSE Class 10th Results লিঙ্কে ক্লিক করতে হবে।
মাধ্যমিকের রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ দিতে হবে।
তারপর সাবমিটে ক্লিক করতে হবে।
সেখানেই রেজাল্ট জানা যাবে।
মোট ১৪টি ওয়েবসাইটে মাধ্যমিতকের রেজাল্ট বেরোবে।
এসএমএসের মাধ্যমেও রেজাল্ট জানা যাবে।
5676750- এই নম্বরে WB10 Roll Number লিখে পাঠাতে হবে। তাহলেই মোবাইলে রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা।
নিচের এই ওয়েবসাইটগুলিতেও জানা যাবে রেজাল্ট।
আরও পড়ুন: UPSC-র সিভিল সার্ভিসের ফল ঘোষণা, শীর্ষে শ্রুতি শর্মা, প্রথম তিনে জয়জয়কার মেয়েদের
এই বছর মোট ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন পড়ুয়া মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। ৪,১৫৪টি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা হয়েছে।