নজরুল মঞ্চের সাংগঠনিক বৈঠক থেকে বেশ কিছু সাংগঠনিক রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের ৫ জেলায় সভাপতি বদল করে দিলেন তিনি।
উত্তর কলকাতায় (North Kolkata) তৃণমূলের সভাপতি ছিলেন তাপস রায়। তাঁর বদলে নতুন সভাপতি
হলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ (Sudip Banerjee)।
কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভানেত্রী ছিলেন আর এক সাংসদ মহুয়া মৈত্র (Mahua Maitra)। নতুন সভাপতি হলেন কল্লোল খাঁ(Kollol Khan)।
বনগাঁ সাংগঠনিক জেলাতেও সভাপতি বদল কলেন মমতা। ওই জেলার তৃণমূলের সভানেত্রী
ছিলেন আলোরানি সরকার। নতুন সভাপতি হলেন গোপাল শেঠ।
আরও পড়ুন: Mamata Banerjee: ৫ মে থেকে লাগাতার কর্মসূচি তৃণমূলের, জানিয়ে দিলেন মমতা
তমলুক (Tamluk) সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন দেবব্রত মন্ডল। নতুন সভাপতি হলেন তুষার মন্ডল। কোচবিহারের সভাপতি
ছিলেন গিরীন বর্মন। তাঁর বদলে নতুন সভাপতি হলেন পার্থপ্রতীম রায়।