লোকসভা নির্বাচনের আগেই গ্রেফতার করা হতে পারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে বক্তব্য রাখার সময় এমনই ইঙ্গিত করলেন তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার সকালে গান্ধি মূর্তির পাদদেশে ওই সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কয়েকদিন আগে তাঁর কাছে একটি মেসেজ আসে। সেখানে জানানো হয় লোকসভা নির্বাচনের আগে তাঁকে গ্রেফতার করা হতে পারে।
পাশাপাশি লিপস অ্য়ান্ড বাউন্সে ED তল্লাশি নিয়েও মুখ খোলেন মমতা। বিনা কারণে অফিসের কম্পিউটার তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এপ্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "তোমরা যদি কম্পিউটার ওস্তাদ হও আমরাও কম বড় ওস্তাদ নই, আমরাও তথ্য বের করে নিয়েছি। কখন কোন সময়ে ফাইল ডাউনলোড করা হয়েছিল তা আমরা জানতে পেরেছি। লালবাজারেও অভিযোগ করা হয়েছে।"