Mamata Banerjee: মহালয়ায় মুক্তি পাচ্ছে মুখ্যমন্ত্রীর পুজোর অ্যালবাম, কণ্ঠ দিলেন ইন্দ্রনীল, বাবুল, অদিতিরা

Updated : Oct 01, 2024 16:13
|
Editorji News Desk

আজ, মঙ্গলবার শারদোৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মন্ত্রী সুজিত বসুর পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে উৎসবের সূচনা করবেন তিনি । অন্যদিকে, মহালয়ার দিনই মুক্তি পাচ্ছে মুখ্যমন্ত্রীর পুজো অ্যালবাম । মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গান লিখেছেন ও সুর দিয়েছেন । কণ্ঠ দিয়েছেন ১০ জন গায়ক-গায়িকা । মহালয়ার দিনই নজরুল মঞ্চে উদ্বোধন হবে অ্যালবামের । এক্স হ্যান্ডেলে জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ।

মুখ্যমন্ত্রীর গানের অ্যালবামের নাম অঞ্জলি । কুণাল ঘোষ জানিয়েছেন, বুধবার মহালয়ার দুপুরে নজরুল মঞ্চে 'জাগো বাংলা'  উৎসব সংখ্যা প্রকাশিত হবে । একইদিনে মুক্তি পাবে গানের অ্যালবাম । ১০ টি গান থাকছে অ্যালবামে । গান গেয়েছেন ইন্দ্রনীল সেন, নচিকেতা চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, রাঘব চট্টোপাধ্যায়, দেবজ্যোতি মিশ্র, সুজয়, ঐতিহ্য, তৃষা, অদিতি মুন্সি । 

অশান্ত একটা সময় । আর জি কর কাণ্ডের দেড় মাস পেরিয়ে গেলেও এখনও বিচার পায়নি নির্যাতিতা । উৎসবের আবহে মন খারাপ কলকাতাবাসীর । এই অশান্ত সময়ে মুখ্যমন্ত্রী কীভাবে পুজোর অ্যালবাম উদ্বোধন করছেন, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে । কুণাল ঘোষের পোস্টের কমেন্ট বক্সে কটাক্ষ করেছেন অনেকেই । আবার অনেকে শারদীয়ার শুভেচ্ছাও জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে । 

উল্লেখ্য, গত বছর মহালয়ার আগেই পুজোর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল । তাই, চলতি বছর মহালয়ার আগের দিন শারদোৎসবের সূচনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় । পুজোর উদ্বোধন করছেন না । জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে নাগাদ শ্রীভূমির পুজোমণ্ডপে যাবেন মুখ্যমন্ত্রী । সেখান থেকেই শারদোৎসবের সূচনা করবেন । সুজিত বসু জানিয়েছেন, মহালয়ার দিন, তাঁদের পুজোর উদ্বোধন হবে ।  ক্লাবের সকলে মিলেই উদ্বোধন করবেন ।

Mamata Banerjee

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন

editorji | লোকাল

Murshidabad News: এবার চিকিৎসকের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য মুর্শিদাবাদে

editorji | লোকাল

RG Kar Upadate: নির্যাতিতার পরিবারের হয়ে মামলা লড়বেন না বৃন্দা গ্রোভার, কারণ জানালেন স্বয়ং আইনজীবী