উপনির্বাচনে সাগরদিঘিতে ধাক্কা খেয়েছে তৃণমূল। বাম-কংগ্রেস জোটের কাছে পর্যুদস্ত হওয়ার পর দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সোচ্চার হন মদন মিত্র থেকে অপরূপা পোদ্দাররা। দলে বাড়তে থাকা ক্ষোভ প্রশমনে এবার এগিয়ে এলেন স্বয়ং দলনেত্রী। মঙ্গলবার সাগরদিঘি উপনির্বাচনের ফল নিয়ে রাজ্যের মন্ত্রী ও দলের বেশকিছু শীর্ষনেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানেই রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সংগঠন চাঙ্গা করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, তৃণমূলের প্রতি ভোটারদের ক্ষোভের কারণ খুঁজে বের করার দায়িত্ব পেয়েছেন সিদ্দিকুল্লা চৌধুরী, জাকির হোসেন, সাবিনা ইয়াসমিনের মতো সংখ্যালঘু নেতারা। তাঁরা খুব দ্রুত এই হারের কারণ পর্যালোচনা করে রিপোর্ট দেবেন বলে খবর। সেই রিপোর্ট আগামী পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের।
আরও পড়ুন- Mamata On Adenovirus : রাজ্যে মারা গিয়েছে ১৯ জন শিশু, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী