মোরবির সেতু দুর্ঘটনা অপরাধের সমান। বুধবার চেন্নাই যাওয়ার আগে এই অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর সাফ কথা, ভোট রাজনীতি মাথায় রাখতে গিয়েই এতগুলি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ঘটনার প্রাথমিক তদন্তে উঠে এসেছে, চূড়ান্ত পর্যবেক্ষণ ছাড়াই খুলে দেওয়া হয় ওই ঝুলন্ত সেতু। এদিন সেই প্রাথমিক রিপোর্টকেই হাতিয়ার করলেন মমতা। তাঁর অভিযোগ, সরকারি গাফিলতিতেই এই দুর্ঘটনা ঘটেছে। মোরবির ঘটনায় এদিন ইডি-সিবিআই দাবি করেছেন তৃণমূল নেত্রী। তাঁর মতে, কোথায় গেল কেন্দ্রীয় এজেন্সি। কেন এই দুর্ঘটনার তদন্ত সিবিআই করবে না বলেও প্রশ্ন তোলেন তিনি।
একইসঙ্গে উড়িয়ে দিয়েছেন পোস্তা নিয়ে ওঠা যাবতীয় অভিযোগ। তৃণমূল নেত্রীর দাবি, পোস্তার ঘটনায় দ্রুত পদক্ষেপ করে সরকার। তাই মৃত্যুমিছিল থামানো গিয়েছিল। কিন্তু মোরবির ঘটনায় রাজ্য সরকারের উদাসীনতায় লাফিয়ে লাফিয়ে বেড়েছে মৃত্যু। তাঁর আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ এখনও বেশ কয়েকশো মানুষ এই ঘটনায় নিখোঁজ। এদিন চেন্নাই যাওয়ার আগে শোকপ্রকাশ করেছেন পূর্বস্থলীর বাসিন্দা হাবিবুল শেখের মৃত্যু নিয়েও।
আরও পড়ুন- Mamata Banerjee: রাজ্যপালের বাড়িতে নিমন্ত্রণ, চেন্নাইয়ে মমতা, দেখা করবেন এমকে স্ট্যালিনের সঙ্গেও
অন্যদিকে, সেতুর দায়িত্বে থাকা কোম্পানির ম্যানেজার দীপক পারেখ আদালতে জানান, ভগবানের ইচ্ছাতেই নাকি গুজরাটের মোরবির সেতু ভেঙে মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। মুখ্য বিচারবিভাগীয় বিচারক এম জে খানকে তিনি বলেন, ‘‘এই সেতু বিপর্যয় ঈশ্বরের ইচ্ছায় হয়েছে। ঈশ্বরের ইচ্ছা ছিল বলেই এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে।’’