রাজ্যের আবাস দুর্নীতি নিয়ে এবার সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিজেপিকে তোপ দেগে তাঁরা দাবি, দোতলা-তিনতলা বাড়ি থাকার পরেও বিজেপি নেতারা আবাস যোজনার (PM Awas Yojana) বাড়ি (house) নিয়েছেন। তবে সে নাম কাটা শুরু হয়ে গেছে বলেও এদিন আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১৭ লক্ষ নাম কাটা হয়েছে বলে গঙ্গাসাগরে দাবি করেন মুখ্যমন্ত্রী(Mamata Banerjee in Gangasagar)।
কিছুদিন ধরেই আবাস দুর্নীতি কাণ্ডে(PM Awas Yojana Coruption) সরগরম রাজ্য রাজনীতি। গ্রামে গ্রামে বিক্ষোভ-ঝামেলার খবর মিলেছে। আশাকর্মীদের মারধর করা হয় বলেও খবর। এর মধ্যেই অবস্থা গুরুতর হয়ে ওঠে মুর্শিদাবাদের ভরতপুরে(PM Awas Yojana Agitation)। প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে বহু উপভোক্তা বাদ পড়েছে। বহু নামই নথিভুক্ত হয়নি। এই জনরোষের ভয়ে শনিবার গণইস্তফা দেন গ্রাম পঞ্চায়েতের ১৭ জন সদস্য। বিডিও-এর কাছে ইস্তফা দেন তাঁরা। তবে ঠিক তার পরের দিনই তাঁরা সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন।
আরও পড়ুন- Calcutta High Court: আরও ৫৯ জনের চাকরি বাতিল প্রাথমিকে, বেতন বন্ধের নির্দেশ কলকাতা হাইকোর্টের