পুরভোটে (West Bengal Municipal Election) জয়ী হয়েছেন অনেকে নির্দল প্রার্থী। তাঁদের অনেকেই তৃণমূলের (TMC) বিক্ষুব্ধ। জয়ী নির্দলদের তৃণমূলে নেওয়া হবে কি না তা নিয়ে জল্পনা চলছিল। তাতে জল ঢাললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রীতিমতো কড়া বার্তা দিলেন তিনি।
নজরুল মঞ্চের বৈঠকে মমতা জানান, পুরভোটে নির্দল দাঁড় করিয়ে দলীয় প্রার্থীকে হারালে, দল তাদের নাম কেটে দেবে। দলের নেতাদের কড়া হুঁশিয়ারি দিলেন মমতা। নিজেদের কেউকেটা ভাবলে চলবে না বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন : West Bengal Cabinet Reshuffle: বাংলার মন্ত্রিসভায় রদবদল, চন্দ্রিমা-ফিরহাদকে দেওয়া হল নতুন দায়িত্ব
এর পাশাপাশি তৃণমূলে তৈরি করা হল নতুন শৃঙ্খলারক্ষা কমিটি। কমিটিতে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee), ফিরহাদ হাকিম (Firhad Hakim),, চন্দ্রিমা ভট্টাচার্য। সাংস্কৃতিক কমিটির প্রধান রাজ চক্রবর্তী (Raj Chakroborthy)।