বাংলায় তাপপ্রবাহের (Heatwave) পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে নবান্ন (Nabanna)। আগামীকাল, বুধবার সেই নিয়েই রাজ্যের সমস্ত দফতরের সচিব ও জেলাশাসকদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকে উপস্থিত থাকবেন জেলার পুলিশ (Police) সুপাররা। রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি ছাড়াও বিভিন্ন সুরক্ষা প্রকল্প ও করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হবে, খবর সূত্রের।
তাপপ্রবাহের পরিস্থিতিতে প্রতিরোধমূলক নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। নির্দেশিকায়, তেষ্টা না পেলেও, নির্দিষ্ট সময় অন্তর জল পানের কথা বলা হয়েছে। ঢিলেঢালা পোশাক পরা, টুপি, কাপড়, তোয়ালে বা ছাতা দিয়ে মাথা ঢাকা, হালকা খাবার খাওয়া, রাসালো ফল লেবুজল পান করার পরামর্শ দেওয়া হয়েছে। অসুস্থ হলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ইতিমধ্যে গরমের হাত থেকে পড়ুয়াদের বাঁচাতে 'মর্নিং স্কুল' করার নির্দেশিকা জারি করেছে শিক্ষা দফতর। '
হিট স্ট্রোকে আক্রান্ত হলে ভিজে কাপড়ে সারা শরীর মোছার, লবণ জল অথবা নুন-চিনি মেশানো জল অথবা ওআরএস পান করার বার্তা দেওয়া হয়েছে। তবে খাবার বা জল সম্পূর্ণ জ্ঞান ফেরার পরেই দেওয়া যাবে। অবস্থার উন্নতি না হলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।