তৃণমূলের আগামী প্রজন্ম নিয়ে নাম না করেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বুধবার মমতা বলেন, ‘‘আমি চির কাল থাকব না, তাই নতুন প্রজন্ম তৈরি করে দিয়ে যাচ্ছি।’’ তা হলে কি মুখ্যমন্ত্রী অভিষেকের (Abhishek Banerjee) কথা বলতে চাইলেন, মমতার মন্তব্যের পরেই জোরালো হয়েছে মন্তব্য।
একুশের বিধানসভার সময় থেকেই দলে ক্রমশ গুরুত্বপূর্ণ হতে শুরু করেন অভিষেক। দলনেত্রীর হয়ে রাজ্যের প্রায় প্রতিটি কোণে জনসভা থেকে শুরু করে, বিরোধী বিজেপিকে আক্রমণের মূল দায়িত্ব ছিল তাঁরই কাঁধে। দল তৃতীয়বার ক্ষমতায় আসার পর আনুষ্ঠানিক ভাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে বসানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই সময় থেকেই দলের একাংশের ধারণা, মমতা অভিষেককেই আগামীর দায়িত্ব সঁপে দিতে চলেছেন।
Partha-Arpita: জীবনবিমার সমস্ত নথিতে পার্থ অর্পিতার 'আঙ্কল', দাবি ইডি-র
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এতদিন সরাসরি মমতা কিছু না বললেও দলে তাঁর প্রাসঙ্গিকতা যে ক্রমশ বেড়েছে, তা বলার অপেক্ষা রাখে না। তবে দলনেত্রী নিজে সে কথা বললে, তার তাৎপর্য যে বিপুল, তা অবশ্য মানছেন তাঁরা। বুধবার, নবান্ন থেকে 'নতুন প্রজন্ম'-এর উল্লেখ করে এবার অভিষেকের অভিষেকের ইঙ্গিত দিলেন মমতা? রাজনৈতিক মহলের বড় অংশের অনুমান সেরকমই।
কুণালের কথায়, ‘‘বিজেপি ডাবল ইঞ্জিন দেখাবে বলেছিল, আমরা ডাবল ইঞ্জিন করে দেখালাম। মমতা বনাম অভিষেক নয়, বরং মমতা এবং অভিষেক।’’ তৃণমূল নেতাদের একটি বড় অংশ অবশ্য আগে থেকে এ ব্যাপারে নিশ্চিত ছিলেন যে, অভিষেকই আগামীর নেতা। দলনেত্রীর বুধবারের এই মন্তব্য তাঁদের মধ্যে আশার সঞ্চার করেছে।