মাঝরাতে বাড়ি থেকে ডেকে খুন যুবতিকে। সেই দৃশ্য চোখে পড়ায় তাঁর জ্যেঠিমাকেও খুন করা হয়েছে বলে অভিযোগ। শনিবার জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার হাটখোলা নুর্সিরদারচক এলাকায়। অভিযুক্তের খোঁজে তল্লাশি করছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাত থেকেই নিখোঁজ হয়ে যান মধ্যবয়স্কা পূর্ণিমা নস্কর ও চুমকি নস্কর। দীর্ঘক্ষণ তল্লাশির পর পুকুর থেকে উদ্ধার হয় পূর্ণিমার দেহ। পরে ওই পুকুরেই চুমকির দেহও উদ্ধার হয়। পরিবার সদস্যরা এসে দেহ শনাক্ত করেন। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পাওয়ার পর পুলিশ জানতে পারে মাথায় আঘাতের কারণেই মৃত্যু হয়েছে চুমকির। পরিবারের অভিযোগ, দুজনকে পরিকল্পনা করে খুন করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, অন্য এক যুবকের সঙ্গে মেলামেশা করছিলেন চুমকি। এ কথা জানার পরই চুমকিকে ফোন করে ওই অভিযুক্ত যুবক। বাড়ির বাইরে আসতেই তাকে খুন করা হয় বলে অভিযোগ।