লন্ডনের বাড়ি বা তাঁর নামে দুটি পাসপোর্ট প্রসঙ্গে মঙ্গলবারও অনড় রইলেন মানিক ভট্টাচার্য। মঙ্গলবার আদালতেও একই কথা জানান প্রাথমিক পর্ষদের অপসারিত সভাপতি। এদিন গ্রেফতারের পর প্রথমবার আদালতের বাইরে মুখ খুললেন এই তৃণমূল বিধায়ক। মানিকের আরও দাবি, যদি সত্যি লন্ডনে তাঁর বাড়ি ও দুটি পাসপোর্ট থাকে, তাহলে যেন তাঁকে ফাঁসি দেওয়া হয়।
সোমবারই অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে সাতদিনের মধ্যে নির্ধারিত জরিমানার ২ লক্ষ টাকা জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়া ওই টাকা স্বল্প মেয়াদী প্রকল্পে সঞ্চিত থাকবে বলেও জানান বিচারপতি। শুধু তাই নয়, আদালতের রায় তৃণমূল বিধায়কের পক্ষে গেলে তিনি টাকা ফেরত পাবেন বলেও জানান বিচারপতি তালুকদার।
আরও পড়ুন- IND vs AUS preview: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে নেটে রিভার্স সুইপ প্র্যাকটিস করলেন বিরাটরা
গত বছরের ১১ অক্টোবর গ্রেফতার করা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে। তারপর দফায় দফায় তাঁকে জেরায় একাধিক তথ্য মেলে বলেও জানায় ইডি। আগেই ১৬০ পাতার চার্জশিট তৈরি করে ইডি। ট্রাঙ্কবন্দি সেই চার্জশিটে প্রায় ৬০০০ পাতার নথি রয়েছে বলে ইডি সূত্রে খবর। ইডি সূত্রে আরও খবর, চার্জশিটে মানিক ভট্টাচার্যের স্ত্রী, পুত্র, মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল ও দুটি সংস্থার নাম রয়েছে।