জেল হেফাজতে মানিক ভট্টাচার্য। মঙ্গলবার ইডি মানিকের ১৪ দিনের জেল চাইলেও আদালত ২৮ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়। অভিযোগ, মানিক ভট্টাচার্যকে তুষ্ট করে তবেই প্রশিক্ষণের সুযোগ পান প্রায় ৬০০ চাকরিপ্রার্থী। আদালতে ইডি জানায়, এঁদের বিশেষ সুযোগ পাইয়ে দিতে মাথাপিছু ৫০০০ টাকা করে নেন মানিক।
মঙ্গলবার আদালতে মানিকের আইনজীবী জানান, তাঁর মক্কেলের বয়স হয়েছে। শুধু তাই নয়, শারীরিকভাবেও বেশ অসুস্থ পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক। এরপরেই তাঁর মক্কেলের কথা চিন্তা করে আদালতে আর্জি জানান মানিকের আইনজীবী। কিন্তু আদালত তাতে কান না দিয়েই প্রাক্তন পর্ষদ সভাপতিকে ২৮ অক্টোবর পর্যন্ত জেলে থাকার নির্দেশ দেয়।
আরও পড়ুন- Kali Puja 2022 : দীপাবলির রাতে বাজি ঠেকাতে আরও কড়া হচ্ছে পুলিশ, নজরদারি বাড়ছে ২৮টি থানা এলাকায়
এদিন আদালতে ইডি জানায়, মানিক ভট্টাচার্য তদন্তে সহযোগিতা করছেন না। গত ১৪ দিন জেরার পরেও তিনি বেশকিছু উত্তর দিতে চাননি বলেও আদালতে জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকি, তল্লাশিতে মানিকের আত্মীয়দের নামে অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন তদন্তকারীরা। মানিকের স্ত্রীর সঙ্গে এক মৃত ব্যক্তির নামেও জয়েন্ট অ্যাকাউন্ট খোলা আছে বলেও দাবি গোয়েন্দাদের।