দত্তপুকুরের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনার জেরে ইতিমধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। আরও কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ওই কারখানাটি বেআইনিভাবে চলছিল বলে এলাকাবাসীর অভিযোগ।
জানা গিয়েছে, রবিবার সকাল ১০টা নাগাদ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে ওই বাড়িটি পুরোপুরি ভেঙে যায়। এবং আশপাশের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের খবর পেয়ে এলাকায় পৌঁছয় প্রচুর পুলিশ।
এর আগে গত ১৬ মে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছিল পূর্ব মেদিনীপুরের খাদিকুলে। ঘটনার জেরে প্রায় ৯ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর বজবজের একটি বাড়িতে বিস্ফোরণ হয়। সেখানেও অবৈধভাবে বাজি তৈরি হচ্ছিল বলে খবর।
Read More- এগরার পর এবার মহেশতলা, বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, কমপক্ষে তিন জনের মৃত্যু
এরপর ২৭ অগাস্ট ফের ভয়াবহ বিস্ফোরণ উত্তর ২৪ পরগনায়। জানা গিয়েছে, বিস্ফোরণের সময় সেখানে কয়েকজন কাজ করছিলেন। সেসময়ই বিস্ফোরণের ফলে অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।