বিভিন্ন দাবি নিয়ে গত মঙ্গলবার থেকে রেল রোকো কর্মসূচিতে নামে আদিবাসী কুড়মি সম্প্রদায়। মাঝে পেরিয়ে গেছে পাঁচটা দিন। তবুও দাবিতে অনড় কুড়মিরা। ফলে অন্যান্য দিনের মতো শনিবারও বাতিল একগুচ্ছ ট্রেন। রেলপথের পাশাপাশি অবরুদ্ধ সড়কপথও। ৬ নম্বর জাতীয় সড়কও অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনকারীরা৷ যার জেরে পাঁচ দিন ধরে রাস্তাতেই আটকে হাজার হাজার পণ্যবাহী ট্রাক৷ বহু দূরপাল্লার বাসও আটকে রয়েছে বলেই খবর৷ সবমিলিয়ে অবরোধের পঞ্চমদিনেও চরম ভোগান্তিতে সাধারণ মানুষ৷
রেলের তরফে জানানো হয়েছে, অবরোধের জেরে শনিবার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। ঘুরপথে চলছে সাতটি ট্রেন। বাংলার সঙ্গে পার্শ্ববর্তী বিহার, ঝাড়খন্ডের মতো রাজ্যগুলির যোগাযোগ বিছিন্ন হয়ে গিয়েছে।
আরও পড়ুন- Malda Crime News: অর্ধনগ্ন অবস্থায় মুণ্ডহীন দেহ, স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার পুলিশের
কুড়মি জাতিকে তপশিলি উপজাতি হিসেবে তালিকাভুক্ত করা, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা, সারণা ধর্মের কোড চালু করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ কর্মসূচি নিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। কুড়মালি ভাষায় যে কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'রেল টেকা ও ডহর ছেঁকা'।