রাজ্য বিদ্যুৎ দফতরের পাওয়ার হাউসে বিধ্বংসী আগুন। অভিযোগ, সময় মতো দমকল না আসার কারণে আগুন আরও ছড়িয়ে পড়ে। ফলে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থাকা এলাকার গোবিন্দপুর পাওয়ার হাউসে। শেষ পাওয়া খবর অনুযায়ী, দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে।
জানা গিয়েছে, শুক্রবার রাতে পাওয়ার হাউসের পিছনের স্টোররুমে আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। অভিযোগ, সময় মতো দমকল আসেনি। বেশ কিছুক্ষণ পর একটি দমকল এলেও জল ফুরিয়ে যায়। দ্বিতীয় দমকল না পৌঁছনোয় আগুন আরও ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন - বৈশাখের আগেই ৪০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা, শনিবার ভিজবে কোন কোন জেলা ?
দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাওয়ার হাউসে অগ্নিনির্বাপণের ব্যবস্থা ছিল কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।