গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আহত হলেন অন্তত ২১ জন। বৃহস্পতিবার সন্ধেবেলায় ঘটনাটি ঘটে গার্ডেনরিচে। আহতদের সকলকেই এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের দেখতে হাসপাতালে ফিরহাদ হাকিম। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজে সাহায্য করছেন স্থানীয় বাসিন্দারাও।
জানা গিয়েছে, বছর বিয়াল্লিশের এক যুবকের অবস্থা সবচেয়ে আশঙ্কাজনক। ৯০% বা তার বেশি পুড়ে গিয়েছেন তিনি। আহতদের তালিকায় রয়েছে ১২ বছরের এক বালক ও ১৩ বছরের এক কিশোরী। ৫ জন আহতদের ৫০% বা তার বেশি দগ্ধ।
হাসপাতালে আহতদের দেখতে এসে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানান, 'গার্ডেনরিচে আমি প্রায় ১২ বছর যাই। এমনটা এর আগে দেখিনি'।
দমকল কর্মীরা জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ একটি বাড়িতে আগুন লেগে যায়। তার জেরেই এই কাণ্ড।